Saskatchewan নতুন PNP ড্রতে Express Entry ও Occupations in-Demand এই দুইটি সাব-ক্যাটাগরিতে ৫৪১ জনকে আমন্ত্রণ করে প্রভিন্সিয়াল নমিনেশনের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সে আবেদন করার জন্য।
Saskatchewan নতুন PNP ড্রতে Express Entry ও Occupations in-Demand এই দুইটি সাব-ক্যাটাগরিতে ৫৪১ জনকে ITA প্রদান করে প্রভিন্সিয়াল নমিনেশনের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সে আবেদন করার জন্য।
১১ ফেবরুয়ারী ২০২১ এ SINP নতুন আবেদনগুলো ইস্যু করে।
Express Entry সাব-ক্যাটাগরিতে সর্বমোট ৩৪৪ জন প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয় এবং Occupations In-Demand সাব-ক্যাটাগরিতে ১৯৭ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। SINP সেসব প্রার্থীদেরই নমিনেশন দিয়েছে যাদের দক্ষতা ও অভিজ্ঞতা Saskatchewan প্রভিন্সের স্থানীয় শ্রম বাজারের জন্য প্রয়োজন।
আমন্ত্রণপ্রাপ্ত সকল প্রার্থীদের ECA (Educational Credential Assessment) করা ছিলো। এবং তাদের সবাইকে SINP এর EOI পয়েন্টস গ্রিড অনুযায়ী ন্যুনতম ৭২ EOI স্কোর প্রয়োজন ছিলো। প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা, এবং Saskatchewan প্রভিন্সের সাথে প্রার্থীর যোগাযোগ ফ্যাক্টরের উপর ভিত্তি করে তাদের এই স্কোর প্রদান করা হয়।
এছাড়াও যেসব প্রার্থীদের ৮৯ টি নির্বাচিত পেশার NOC তালিকার যেকোন একটিতে কাজের অভিজ্ঞতা ছিলো তারা আমন্ত্রণ পেয়েছে। ড্রতে আমন্ত্রিত কিছু পেশার উদাহরণ দেয়া হলোঃ corporate sales managers, data scientists, electrical and electronics engineering technologists and technicians, advertising and marketing managers ইত্যাদি।
About the Occupations In-Demand sub-category
Occupations in-Demand সাব-ক্যাটাগরি Provincial Nominee Program (PNP) এর অন্তর্ভুক্ত যেখানে ইমিগ্রেশন প্রার্থীদের ফেডারেল Express Entry প্রোফাইল থাকার প্রয়োজন হয়না।
এই সাব-ক্যাটাগরি মূলত হাই-স্কিল্ড ব্যক্তিদের জন্য যাদের Saskatchewan প্রভিন্সে যেসব পেশার চাহিদা আছে ওইসব পেশার কোন একটিতে কাজের অভিজ্ঞতা আছে। এই ক্যাটাগরিতে নির্বাচিত হতে কোন জব অফার থাকার প্রয়োজন হয় না।
কানাডিয়ান ইমিগ্রেশনের এই সাব-ক্যাটাগরিতে আবেদন করতে বিদেশী নাগরিকদের SINP এর অনলাইন এপ্লিকেশন সিস্টেমে একটি EOI প্রোফাইল তৈরী করতে হবে।
Saskatchewan এর EOI সিস্টেম সেসব ইমিগ্রেশন প্রার্থীদের আমন্ত্রণ করে যারা প্রেইরি প্রভিন্সে চাহিদা আছে এমন বিভিন্ন কাজ করে সফল হতে পারবে। প্রার্থীরা তাদের কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ভাষা দক্ষতা, বয়স এবং প্রভিন্সের সাথে যোগাযোগ প্রদর্শন করে Saskatchewan এ সেটেল হওয়ার জন্য SINP তে আবেদন করতে পারে।
SINP সর্বমোট ১০০ স্কোরের মধ্যে International Skilled Worker দের পয়েন্ট প্রদান করে।
সর্বোচ্চ স্কোরকারী প্রার্থীদের কানাডার পার্মানেন্ট রেসিডেন্সে আবেদন করার জন্য প্রভিন্সিয়াল নমিনেশনে ITA (Invitation to Apply) প্রদান করা হয়।
Saskatchewan নতুন PNP ড্রতে এবছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আবেদন ইস্যু করেছে।
About the Express Entry sub-category
Express Entry সাব-ক্যাটাগরি PNP এর একটি বর্ধিত সিস্টেম, যা ফেডারেল Express Entry সিস্টেমের সাথে সম্পর্কিত থাকে।
ফেডারেল Express Entry সিস্টেমে কানাডার প্রধান ৩টি ইকোনমিক-ক্লাস ইমিগ্রেশন প্রোগ্রাম আছেঃ
* Federal Skilled Worker Program,
* Federal Skilled Trades Program, এবং
* Canadian Experience Class.
Saskatchewan এর প্রভিন্সিয়াল নমিনেশন থেকে ITA পেতে প্রার্থীদের Express Entry প্রোফাইল থাকার পাশাপাশি EOI প্রোফাইলও থাকা আবশ্যক।
Express Entry প্রার্থী যারা Saskatchewan এ প্রভিন্সিয়াল নমিনেশন এর জন্য আবেদন করেছে এবং নমিনেশন পেয়েছে তাদের Comprehensive Ranking System (CRS) স্কোরে অতিরিক্ত ৬০০ পয়েন্ট যোগ হবে। এই স্কোরের ফলে তাদের কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার জন্য ITA পাওয়া নিশ্চিত হবে।